তপনকান্তি মন্ডল, বিশেষ প্রতিনিধি,দক্ষিণ চব্বিশ পরগনা:

কয়েকদিন আগে হেরোইন পাচারকারী গ্রেফতারের পর পশ্চিমবঙ্গের বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে আবার বড় সাফল্য ।

এবার এলো প্রতারণা চক্রের হদিশ আর চব্বিশ ঘন্টার মধ্যে  গ্রেফতার অভিজিৎ মণ্ডল নামে বছর তেইশের এক যুবক।

গতকাল জীবনতলা থানা এলাকার মল্লিকহাটি সস্তাখালি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে যে, গতকাল রবিবার একটি সোনার বুদ্ধ মূর্তি বিক্রির জন্য ওই চক্রটি বারুইপুর এলাকার এক ক্রেতাকে জীবনতলা থানা এলাকায় তাদের ডেরায় ডেকে নেয়। চার লাখ টাকা মূল্য নির্ধারণ হয়। উক্ত ক্রেতা মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় বলে জানাতে প্রতারক চক্র ক্রেতার টাকা কেড়ে নিয়ে বুদ্ধ মূর্তি সহ পালিয়ে যায়। তারপর ওই ব্যক্তি জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেন। জানা গেছে ওই প্রতারণা চক্রটির মূল পান্ডা আবু তাহের। পুলিশ তাকে খুঁজছে। অভিজিৎ তারই প্রধান সহযোগী ।ভারপ্রাপ্ত অফিসার সমরেশ ঘোষ-এর নেতৃত্বে একদল পুলিশ বাহিনী ২৪ ঘণ্টার মধ্যেই প্রতারণা চক্রের হদিশ পায় এবং এক সাগরেদকে গ্রেফতার সক্ষম হয়।

আসলে ওই বুদ্ধ মূর্তিটি ছিল পিতলের তৈরি ও সোনার জলে মাজা। ওরা এই ভাবে নকল মূর্তি তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধিতে এমনিতেই পুলিশ চিন্তিত। তাই এই ঘটনার সঙ্গে অন্য কোন দুষ্কৃতিকারীদের যোগাযোগ আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে