মোছাব্বর হাসান মুসা, জেলা প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় ৫০০পিস ইয়াবাসহ এনামুল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার মধুপুর এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল উপজেলার দরিহাসরাজ গ্রামের মৃত আঙ্গুর শেখের ছেলে।
সোনাতলা থানার ওসি রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনামুলের পায়ের স্যান্ডেলের ভেতর ও লুঙ্গির ভাজ থেকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।