ম হাসান মুসা, বগুড়া জেলা প্রতিনিধি:
সোনাতলায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
বগুড়ার সোনাতলায় ১০ বোতল ফেন্সিডিলসহ গোলাম রব্বানী ওরফে এরশাদ (৪৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এরশাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শনিবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সে জয়পুহাট জেলার পাঁচবিবি থানার পলাশগড় গ্রামের মৃত জসিমউদ্দীনের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক ইয়ামিন আলী, এএসআই শিহাব ও এরশাদ সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী এরশাদকে গ্রেপ্তার করে। এরশাদ জয়পুহাট জেলার পাঁচবিবি থানার পলাশগড় এলাকার মৃত জসিমউদ্দীনের ছেলে।