বিশেষ প্রতিনিধি, বগুড়া:
প্রশাসন ও পুলিশ প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে ফসলি জমি থেকে অবাধে চলছে ভেকু দিয়ে মাটি কর্তন ও ক্রয়-বিক্রয়ের রমরমা ব্যাবসা। এতেকরে জনমনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
জানা যায়, সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকড়িয়া গ্রামে প্রধান রাস্তা সংলগ্ন স্থানে ফসলি জমি হতে অবাধে চলছে ভেকু দিয়ে মাটি কর্তন।
এ থেকে একদিকে যেমন শ্রেনী পরিবর্তনের মাধ্যমে ফসলি জমির পরিমান কমে যাচ্ছে। অন্যদিকে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর চলাচলের ফলে এলাকার ছােট ছােট রাস্তা গুলাে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে এলাকার লােকজন বিভিন্ন দুর্ঘটনার কবলে পরতে পারে বলে অনেকেই মনে করছেন।
এ বিষয়ে ঐ এলাকার কিছু ভ্যান চালক বলেন, ছােট রাস্তা দিয়ে এসব ট্রাক্টর ও ট্রাক চলাচলের ফলে তাদেরও যাতায়াতের সমস্যা হচ্ছে। প্রয়শই আমারদের এমন খানা দন্দরে যাত্রীবহন করতে গিয়ে ভ্যানের এক্সের ভেঙে যাচ্ছে, আমার ঠিকভাবে জীবিকা চালাতে পারছি না।
তাই বিভিন্ন ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে এই কাজ বন্ধ করতে উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনের সহযােগিতা কামনা করেছেন তারা। উল্লেখ্য উপজেলার ভিভিন্ন এলাকায় ড্রেজার মেশিন দিয়ে ভুমি হতে বালু উত্তোলন ও ভেকু দিয়ে মাটি কর্তন বন্ধ করতে উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসন সবসময় তাদের অভিযান অব্যাহত রেখেছে।
ইতিপুর্বে এলাকার সর্বস্তরের জনসাধারনকে ভুমিধ্বসের কবল থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অভিযানে বহু ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম ভঙ্গুল সহ ভেকুদারা মাটি কর্তন করায় তা বন্ধ করা হয়েছ। সেইসাথে এলাকার মানুষের নিরাপত্তার সার্থে এসকল কাজে জড়িত সকলকে উক্ত কাজ বন্ধ রাখতে কঠোর নিষেধাঙ্গা দেয়া হয়েছে।