নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যার সঠিক বিচার দাবী করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার(১৩ আগস্ট) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবী করেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, বিচারবর্হিভুত হত্যাকান্ড ঘটানো বা না ঘটানো পুলিশ বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের ঠান্ডা মাথার সুপরিকল্পিত সিদ্ধান্ত।
সিনহা হত্যা ঘটনার মধ্য বিচারবর্হিভূত হত্যাকান্ড নিয়ে বিএনপির দাবি প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিপক্ষকে ঘায়েল করতেই সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে মানবতাবিরোধী এই অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
মির্জা ফখরুল আরো বলেন, প্রশাসনের উপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে বলেই এদের বিরুদ্ধে সরকার কিছু বলতে পারে না।
দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সব বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচার করা হবে জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।