নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধের নতুন নতুন ধরণ ও চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।
আজ সোমবার (১২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে শান্তি প্রতিষ্ঠায় দক্ষতা অর্জন নিয়ে সেনাবাহিনীর ৯দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিওকনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ‘অনুশীলন শান্তির অগ্রসেনা’ নামে এই প্রশিক্ষণে বাংলাদেশসহ বন্ধুপ্রতিম ৪টি দেশের ১২৩ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অংশ নেয়া সদস্যরা অনেক সময়ই শত্র“পক্ষের আক্রমণে মারা যাচ্ছেন। নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ অনুশীলন ও প্রয়োজনীয় সারঞ্জামাদি নিশ্চিত করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।