নিজস্ব সংবাদদাতা,কলকাতা:

৩ অক্টোবর রাজারহাট শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বালক বিভাগে প্রকাশিত হলো সৃষ্টির সন্ধানে সাহিত্য গ্রুপের তরফ থেকে এবছরের শারদীয়া সংখ্যা ‘ ভূত ‘ সংকলন।

সম্পাদক শ্রী রাজীব দত্তের সম্পাদনায় এবং বর্ণাশ্রম প্রকাশনার থেকে প্রকাশিত হল এই-সংকলনটি। আজ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ,ছিলেন কবি, সাহিত্যিক ও অধ্যাপক মহীতোষ গায়েন, কবি ও সাহিত্যিক প্রবীর দে, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক শ্রী রণজিৎ কুমার মন্ডল, রাজারহাট শিক্ষা নিকেতন বালক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরদিন্দু দাস মহাশয় এবং সেইসঙ্গে উপস্থিত ছিলেন বর্ণাশ্রম প্রকাশনীর কর্ণধার শুভজিৎ মুখোপাধ্যায়। উক্ত অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহণ করেছেন গান, কবিতায় এবং বক্তব্যে।

অনেকদিনের প্রচেষ্টায় বাছাই করা লেখকদের নিয়ে এই ভূত সংকলন প্রকাশিত হয়েছে। প্রত্যেকে লেখক ও লেখিকার হাতে তুলে দেওয়া হয়েছে সার্টিফিকেট ও মেডেল। বইটিতে বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তারা হলেন – কথা সাহিত্যিক সিদ্ধাথ সিংহ, ঝিলাম গুপ্ত সুপরিচিত ফেসবুক কনটেন্ট ক্রিয়েটার, বিশিষ্ট সংগীত শিল্পী ইমন সেন, কবি ও সাহিত্যিক মহীতোষ গায়েন। এছাড়া বইটি যাদের লেখনি শক্তির মাধ্যমে এত সুন্দরভাবে সেজে উঠেছে তারা হলেন – মহীতোষ গায়েন, সনৎ ভট্টাচার্য, শুভ মুখোপাধ্যায়, সংহিতা চক্রবর্তী, শর্মিষ্ঠা মুখার্জি, শুভাশিস বিশ্বাস, অতসী ঘোষ, ডিটু বারুই, সুস্মিতা ঘোষ, সোমা বিশ্বাস, সীমা সোম বিশ্বাস, সোমালী চক্রবর্তী, চন্দ্রদ্বীপ দাস, সোমনাথ রানা, অভিক দাস, বিক্রম দাস, প্রীতম মুখোপাধ্যায়, শাওনি সাহা, শ্রী উদয়ন হাজরা প্রমূখ ব্যক্তিবর্গ। সমগ্র বইটি সম্পাদনার এবং অনুষ্ঠানের সমস্ত পরিচালনা নেপথ্যের থেকেছেন সম্পাদক শ্রী রাজীব দত্ত। এবং সমগ্র অনুষ্ঠানটি সহযোগিতায় ছিল শ্রী রাজীব দত্ত ও তার বন্ধুদের দ্বারা প্রতিষ্ঠিত প্রচেষ্টা হিউমান সোসাইটি ট্রাস্ট । আগামী দিনে শ্রী রাজীব দত্ত সম্পাদিত আরো নতুন নতুন বই প্রকাশ হতে চলেছে । তার প্রতিটা বইতেই পরিচিত লেখকদের পাশাপাশি নতুন নবগত লেখক লেখিকাদের নিয়েই প্রকাশ হয়ে থাকে। সে সবসময় নতুনদের নিয়ে কাজ করছে এবং তাদের লেখা জনসমক্ষে প্রকাশ করে চলেছে। এই সঙ্গেই ওই অনুষ্ঠানে সৃষ্টির সন্ধানে ফেসবুক গ্রুপের ইভেন্টে অংশ কারীদের হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট এবং মেডেল। তাদের উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছাক নতুন ভাবনা আর সৃষ্টি, যা নতুন ধারা বয়ে আনে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে