সুর তাল লয়ের খেলা

শাহরিন সুলতানা

অনুভূতি জাগিয়ে নিষ্প্রাণ কাগজ,
বিভোরিত কিছু কলমের দাগ,
গড়ে তুলে একটা বেহালার-
সুর অনুরাগ
বাদ্যের তালে তালে।

গড়ে তুলে এক দর্পণ
অন্তরের;ভবের আরম্ভ
সেথায় চাহি দেখ আপনারে
কভু অপরের সে প্রতিবিম্ব
কালের মায়াজালে।

অন্য কালে অন্য যুগে
ভ্রাম্যমান পাঠে বিশ্ব গোটা
বন্যার ঢেউয়ে উছলে পরা মায়া
উৎস অশ্রু ফোঁটা
বেদনা সে বুঝিলে।

কিছু বেদনা রেখ মনে
কিছু যেও ভুলে
কিছু স্মৃতি রেখ বুনে
কিছু রেখ তুলে
পাতার পর পাতা এভাবেই চলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে