মোংলা প্রতিনিধি:
মোংলা থানা বিএনপির সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সুন্দরবন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মৃধা নজরুল ইসলামের দাফনকার্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকর খন্ড গ্রামের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে এ দাফনকার্য সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজা অনুষ্ঠিতো হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর আলম, যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপি ও আওয়ামীলীগের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মৃধা নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাগেরহাট জেলা বিএমপির ,খুলনা জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মৃধা নজরুল ইসলামের দুই স্ত্রী, ৪ ছেলে, তিন মেয়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে