মোংলা প্রতিনিধি:
বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সুন্দরবন।যেখানে হাজারো প্রাণী উম্নুক্ত ভাবে দেখা যায়। এই সব প্রাাণী সুন্দরবনকে আরো সৌন্দর্যময় করে। কিন্তু প্রায়ই কিছু অসাধু ব্যবসায়ীরা এসব প্রাণী পাচার করে।২৬ জুলাই ভোরে সুন্দরবনের করমজন পর্যটন স্পট ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন চাড়াখালী খাল দিয়ে পাচারের সময় হরিণের মাংসসহ দুটি নৌকা জব্দ করেছে বনবিভাগ।
সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান,রবিবার ( ২৬ জুলাই) ভোরে বনের চাড়াখালী খাল দিয়ে দুটি নৌকা যাচ্ছিল।
এমন সময় বন প্রহরীরা নৌকা দুটিকে তল্লাশির জন্য থামাতে বললে নৌকায় থাকা সংঘবদ্ধ পাচারকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিণের মাংস, আটটি পা,দুটি মাথা ও দুটি নৌকা এবং হরিণ স্বীকারের সরঞ্জাম জব্দ করে বন প্রহরীরা। তবে পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
বন কর্মকর্তা আজাদ কবির আরো জানান,জব্দ কৃত হরিণের মাংস খুলনায় আদালতে প্রেরণ করা হবে। বন আইনে মামলা দায়ের শেষে আদালতের নির্দেশনা মোতাবেক বিনষ্ট করা হবে জব্দকৃত মাংসগুলো। এর আগে ৪ জুলাই বন সংলগ্ন চিলা এলাকা থেকে ১৫ কেজি হরিণের মাংস,একটি মাথা ও একটি নৌকা জব্দ করে বন বিভাগ।
শিরোনাম:
সুন্দরবনে চাড়াখালী খাল থেকে দুটি নৌকা ও দুটি হরিণের মাংস আটক
-
Reporter Name
- Update Time : ০৮:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- ১৫৯ Time View
Tag :
Popular Post