মোংলা প্রতিনিধি :
অপার সৌন্দর্যের লিলাভূমি সুন্দরবন। যার অন্যতম আকর্ষন বাঘ। নানা কারনে দিন দিন সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘বাঘ সুরক্ষায় শপথ করি, সুন্দরবন রক্ষা করি- স্লোগানকে সামনে রেখে মোংলায় নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে। ২৯ জুলাই বুধবার বেলা ১১ টায় মোংলার ফেরিঘাট চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার বাংলাদেশের আয়োজনে এ উপলক্ষে মানববন্ধন করে। স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য রাখেন বাপা নেতা নাজমুল হক, কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, কবি জহির কামাল, তারুন্য মোংলার মনির হোসেন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মাহারুফ বিল্লাহ, শেখ রাফসান রানা প্রমূখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে, পশুর নদী বাঁচাবে, সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও।