মোংলা প্রতিনিধি:

সুন্দরবনের চরপুটিয়া এলাকা থেকে হরিণ ধরার ফাঁদ ও নৌকাসহ আটক ৩ জন।

রবিরার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকা থেকে তিন হরিণ শিকারিকে আটক করেছেন বনবিভাগ।
এ সময় তাদের কাছ থেকে জব্দ করে নৌকাসহ
বনের ভেতর পাতা ফাঁদ ও মাংস কাটার সরঞ্জামাদি।

আটককৃতরা হলেন হযরত আলী শেখ (৪৩)  ফারুক শেখ (৪০) ও সৈয়দ শেখ (৪৫)।
তারা সবাই খুলনার দাকোপ বইটাঘাটার এলাকার বাসিন্দা।

চাদঁপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সুন্দরবনের চরপুটিয়া এলাকা থেকে হরিণ ধরার ফাঁদ ও নৌকাসহ তাদের আটক করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে