মোংলা প্রতিনিধি:
সুন্দরবনের চরপুটিয়া এলাকা থেকে হরিণ ধরার ফাঁদ ও নৌকাসহ আটক ৩ জন।
রবিরার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকা থেকে তিন হরিণ শিকারিকে আটক করেছেন বনবিভাগ।
এ সময় তাদের কাছ থেকে জব্দ করে নৌকাসহ
বনের ভেতর পাতা ফাঁদ ও মাংস কাটার সরঞ্জামাদি।
আটককৃতরা হলেন হযরত আলী শেখ (৪৩) ফারুক শেখ (৪০) ও সৈয়দ শেখ (৪৫)।
তারা সবাই খুলনার দাকোপ বইটাঘাটার এলাকার বাসিন্দা।
চাদঁপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সুন্দরবনের চরপুটিয়া এলাকা থেকে হরিণ ধরার ফাঁদ ও নৌকাসহ তাদের আটক করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।