মোংলা প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বন বিভাগের উদ্যোগে  সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র হতে তিন টি কুমির অবমুক্ত করা হয়েছে।

রোববার দুপুরে বনের করমজল ও হারবাড়িয়া এলাকার খালে এ কুমির তিনটি অবমুক্ত করা হয়। এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ বিল্লাল হোসেন, যুগ্মসচিব আঃ রাজ্জাক,উপসচিব এ,এস,এম, ফেরদৌস,বন সংরক্ষক মঈনুদ্দিন খান, বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন সহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিতি ছিলেন।পর্যায়ক্রমে সুন্দরবনের বিভিন্ন খালে আরো মোট ৯০টি কুমির অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৯০ টি কুমির অবমুক্ত করা হয়েছে এ ৩ টি সহ । গত ১৫ নভেম্বর হাড়বাড়িয়া এলাকায়ও ৩ টি কুমির অবমুক্ত করা হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন,বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের ৯০টি কুমির অবমুক্ত করার কথা ছিল। তারই অংশ হিসেবে রোববার তিনটি কুমির অবমুক্ত করা হলো। পর্যায়ক্রমে অবশিষ্ট কুমিরগুলো অবমুক্ত করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে