সুখের ভুলে

মেহেদী হাসান

দশ মিনিটের আবেগ মাগো ,
পাঁচ মিনিটের সুখ ,
কে তুমি মা , দেখতে দিলেনা
এই পৃথিবীর মুখ ?
জোর করে তো আসি নিকো
তোর শরীরে আমি ,
পৃথিবীতে নাকি সন্তান হয়
মায়ের কাছে দামী ?

তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলে ?
সুখের শেষে কেটে ছিড়ে আমায় ফেলে দিলে ?
একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো ?
কি বলবে ভগবান আল্লার কাছে ,ঠিক করে রাখো ।

আমি তো মা বেঁচে গেছি , বেঁচে গেছে মান
নয়তো আমায় বলতো সবাই অবৈধ সন্তান .
একটু অবৈধ সুখ পেতে , আমায় পেটে নিলে
কলংকের ভয়ে আবার আমায় ,ছিড়ে ফেলে দিলে।
তোমার মাও করতো যদি , তোমার সাথে এমন ,
বুঝতে মাগো সেদিন তুমি , মৃত্যু যন্ত্রণা কেমন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে