সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সিরাজগঞ্জ সদরের একাংশ) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয় ভোট পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫।
নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ভোট পেয়েছেন ৪৬৮টি।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। কাজিপুর উপজেলার একটি পৌরসভা, ১২টি ইউনিয়ন ও সদরের ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৭৬৪ জন।
গত ১৩ জুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম রাতে ফলাফল শেষে বেসরকারিভাবে তানভীর শাকিল জয়কে নির্বাচিত ঘোষণা করেন।