মোঃ আনোয়ার হোসেন কাজিপুর উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গত ৬-ই এপ্রিল মিম (১৮) হত্যা মামলায় স্বামী নাজমুল হুদা (২১) কে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।
নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে আসামি নাজমুল কে গ্রেফতার করা হয় । এ ব্যাপারে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, র্যাবের সহায়তায় নরসিংদী জেলার শিবপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়।
নিহত মিমের বাবা রাসেল মিয়া জানান, সাত মাস আগে কাজিপুর উপজেলার তেকানি ইউনিয়নের খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলের সাথে তার মেয়ের বিয়ে হয়। পরবর্তীতে শ্বশুর বাড়ি হতে মিমের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে মিমের বাবা রাসেল মিয়ার সন্দেহ হয় তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। এ ব্যাপারে মিমের বাবা রাসেল মিয়া আদালতে একটি মামলা দায়ের করেন। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, রবিবার(২২মে) নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে নাজমুল হুদাকে আটক করা হয়। সোমবার(২৩মে) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।