বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:
অবশেষে গ্রেপ্তার হলেন বেআইনি চিটফান্ড কর্তা কুন্তল মাহাতো। তিনি ডায়মন্ডহারবারের নিউটাউন এর বাসিন্দা।
২০১৪ সালে তার বিরুদ্ধে ডায়মণ্ড হারবার থানায় অভিযোগ করেন সুলতানপুরের এক বিনিয়োগকারী। পুলিশের দৃষ্টি এড়িয়ে বহুদিন গা ঢাকা দিয়ে থাকলেও শেষ রক্ষা হলো না। কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার ফলে তিনি গত শুক্রবার গভীর রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। গতকাল ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হলে এসিজেএম তার জামিনের আবেদন খারিজ করে দেন। তাকে ১৪ দিন জেল হাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী অনিতা দাস জানিয়েছেন ২০২০ সালে সিবিআই তদন্তে নামার পর তাকে গ্রেপ্তার করা হলো। তিনি ছিলেন জীবনদীপ নামে একটি অর্থলগ্নি সংস্থার ডিরেক্টর।