বরিশাল সংবাদদাতা:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সিটি নির্বাচন নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবেনা।
এসময় তিনি বলেন মাস্তানী বা পেশিশক্তির ব্যবহার কঠোর হাতে দমন করা হবে। শনিবার রাতে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি হাবিবুল আউয়াল বলেন, কেউ যদি নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্থ করেন, তিনি যদি চিহ্নিত হন তার প্রতি, ও তিনি যার জন্য করেছেন নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তিনি বলেন, গাজীপুরের পরাজিত প্রার্থীও নির্বাচন নিয়ে কোনো অভিযোগ করেননি। বরিশাল সিটি করপোরেশন গাজীপুরের তিন ভাগের একভাগ। সিসি ক্যামেরায় ১২৬ কেন্দ্র নিয়ন্ত্রণে রাখা হবে।
সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। বরিশাল সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করে।
এসময় তিনি বলেন, শুধু মাত্র নির্বাচন কমিশনের উপর বসে থাকলে হবে না। সবাইকে এগিয়ে আসতে হবে। নাগরিকদের ভিজিলেন্সকে এক্সারসাইজ করতে হবে। কেউ কোন অনিয়ম করলে প্রতিহত করার চেষ্টা করতে হবে।
সভায় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীসহ ১৭৮ জন কাউন্সিলর প্রার্থীও উপস্থিত ছিলেন।