মহীতোষ গায়েন,মফস্বল সম্পাদক,পশ্চিমবঙ্গ:

কলকাতার আমহার্স্ট স্ট্রিটে সিটি কলেজ সংলগ্ন এলাকা সামান্য বর্ষাতেই জলমগ্ন দশা চিরাচরিত। একটু বর্ষা হলেই কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা জলের তলায় চলে যায়।

তাদের মধ্যে অন‍্যতম,কলেজ স্ট্রিট,ঠনঠনিয়া কালী বাড়ি,বেচুরাম চ‍্যাটার্জি,মহেন্দ্র শ্রীমানী স্ট্রিট,আমহার্স্ট স্টিট, কেশব সেন স্টিট,কালীঘাট প্রমুখ,এই চিত্র বহুকালের। মাঝেমাঝে এই সব এলাকায় বৃষ্টিতে গলা সমান জলে নৌকা নামাতে হয়। জলের স্রোত যেন খরস্রোতা নদী, জলমগ্ন কলকাতারএই চিত্র আমজনতার মর্মবেদনার কারণ, এই দায় কার এই নিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহলে দড়ি টানাটানি আজও অব‍্যাহত।

আজ ভোরে মাত্র ১ঘন্টার মাঝারি বৃষ্টিতেই সিটি কলেজ সংলগ্ন এলাকায় কোমর সমান জল।এই অবস্থায় শুধু যে ফুটপাত,বস্তিবাসী অসহায় মানুষ নিদারুণ যন্ত্রণা ভোগ করছে তাই নয়,কলেজের হাজার হাজার ছাত্রছাত্রী,অধ্যাপক, অভিভাবক বিপাকে পড়েছেন। কলেজে এডমিশন,পরীক্ষা ব‍্যবস্থা,ফর্মফিলাপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ বিপর্যস্ত হয়ে পড়েছে।

কংগ্রেস ও বাম আমল থেকেই কলকাতা করপোরেশন তথ প্রশাসন এই জলমগ্ন দশা থেকে মানুষকে অব‍্যাহতি দিতে পারে নি। এলাকার সমস্ত মানুষের দাবি, প্রশাসন যথাযথ আধুনিক প্রযুক্তি ব‍্যবহার করে জলনিকাশী ব‍্যবস্থা,ড্রেনেজ স্টিস্টেমকে যদি উপযোগী ও কার্যকরী করতে পারে তবেই মানুষ এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে