মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস এর সমর্থনে ৩০ শ্রমিক সংগঠন সমাবেশ এবং দোআ মাহফিলের আয়োজন করে।
শুক্রবার সন্ধ্যায় সিংড়া বাসস্ট্যান্ডে সমাবেশ এবং দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
সিংড়া মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের বক্তারা পৌর মেয়রের সমর্থনে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা আগামী পৌর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেয়র হিসেবে জান্নাতুল ফেরদৌসকে পূনরায় মনোনয়ন দেয়ার অনুরোধ জানান।
সভায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।