আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার সিংড়া পৌরসভা নির্বাচন জমে উঠেছে। ৩০ জানুয়ারী ভোট গ্রহণের তফসিল ঘোষনার পর থেকেই সরগরম তৃণমূলের রাজনীতি। পৌর নির্বাচনে ভোট যুদ্ধে লড়তে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন কাউন্সিলর প্রার্থী দলিল লেখক মুনছুর রহমান।
রবিবার সকালে সিংড়া উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এই মনোনয়ন ফরম তুলেন।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে দলিল লেখক মুনছুর রহমান সাংবাদিকদের বলেন, আগামী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে লড়তে তিনি মনোনয়ন ফরম তুলেছেন। নির্বাচনে জয়ী হলে এই ওয়ার্ডের সকল অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করবেন। এসময় তার সঙ্গে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।