মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
আসন্ন ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে ১২টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টিকে ঝুকিপুর্ণ চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে। ঝুকির্পুণ ৪ ভোট কেন্দ্র হলো পৌর শহরের উত্তর দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয,মহেশ চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,শোইল মারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নিংইন জোড় মল্লিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল আলম জানান,জেলা রির্টানিং অফিসারের নির্দেশনা অনুসারে আসন্ন সিংড়া পৌরসভার সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে প্রতিটি কেন্দ্রেই একজন করে ম্যাজিষ্ট্যাট এবং প্রয়োজনীয় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করার প্রস্তুতি নেওয়া হযেছে। এছাড়া ঝুকির্পুণ ৪ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সহ প্রশাসনের সর্বদা নজর দারির ব্যবস্থা করা হযেছে। আমরা আশা করি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলার কোন বিঘন্ন ঘটবে না।