মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় মহামারী করোনা ভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামুলক প্রচার অভিযান ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বাসষ্ট্যান্ড এলাকা সহ পৌর শহরের বিভিন্ন গুরুত্বর্পুণ মোড়ে সচেতনামুলক এই প্রচার অভিযান প্রদক্ষিণ করা হয়। এসময় রিক্স্রা,ভ্যান চালক সহ বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। জনসচেতনতামুলক এই প্রচার অভিযানে অংশ নেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রকিবুল হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম,সিংড়া সার্কেলের এসপি মোঃ জামিল আকতার সহ আরও অনেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে