আশরাফুল ইসলাম সুমন,সিংড়া:

নাটোরের সিংড়ায় গলায় ফাঁস দিয়ে মিম আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী আত্নহত্যা করেছে। মঙ্গলবার উপজেলার সুকাশ ইউনিয়নের কুড়িপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিম আক্তার ওই গ্রামের কৃষক সোলাইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় কুড়িপাকিয়া আজিজুল উলম সিনিয়র ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে বিকেল ৫টার দিকে মেয়েটির বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে