আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে মাঠে নামলেন মোজ্জাম্মেল হক মোজা।

তফসিল ঘোষণার আগেই সবাইকে চমকে দিয়ে সুকাশ ইউনিয়ন পরিষদের আ’লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাক লাগানো প্রচারণায় নেমেছেন তিনি।

এলাকার চার থেকে পাঁচটি গ্রামের সাধারণ ভোটার ও দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে তাঁর নিজ বাসভবনে আলোচনা শেষে নির্বাচনী প্রার্থীতা ঘোষনার মধ্যে দিয়ে আসন্ন নির্বাচনে নিজের অস্তিত্বের পোক্ত অবস্থান নিশ্চিত করেছেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে মোজ্জাম্মেল হক মোজা বলেন, আমার মরহুম পিতা মহিতুল্লা প্রামাণিক দেশ স্বাধীনের পরে সর্ব প্রথম জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১৯৭৪ সাল হইতে ১৯৭৭ সাল পর্যন্ত সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়ীত্ব পালন করেন। আমিও এই ইউনিয়নে আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। এলাকায় আ’লীগের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং দেশ ও জনগণের স্বার্থে আমি নির্বাচনে অংশ নিচ্ছি।

তিনি আরো বলেন, মানুষ আমাকে ভালোবেসে আজকের এই অবস্থানে জায়গা দিয়েছে। তাদের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে। আমি সুকাশ ইউনিয়নের সন্তান আমার ছেলেবেলা, মা-মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা। তাদের সুখ, শান্তি ও সুবিধা-অসুবিধায় পাশে থাকার প্রয়োজনীয়তা অনুভব করি। এখন দল যদি মনে করে আমি চেয়ারম্যান হওয়ার যোগ্য তাহলে তাই।

বিভিন্ন তথ্য সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে ইউনিয়ন আ’লীগের রাজনীতিতে তৃণমূলে কাজ করছেন বলে এই প্রার্থীকে নিয়ে জল্পনা কল্পনা করছেন এ প্রজন্মের ভোটাররা। শুধু তা-ই নয়, হাট-বাজার ও চা দোকানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে ঘিরে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে