মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া প্রেসক্লাবের আয়োজনে প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি ও হেনস্থা কারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ১০টায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানবন্ধন সমাবেশে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেন। সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন,সাপ্তাহিক নতুন কথার বার্তা সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, সিংড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক সৌরভ সোহরাব, দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা, সাংবাদিক আনোয়ার হোসেন আলী রাজ, অবসর সেনা সদস্য সাইফ মাহমুদ, মুফতি জাকারিয়া মাসুদ,সোহেল আহমেদ জীবন প্রমূখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি সহ সারাদেশের সাংবাদিকদের উপর মামলা হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে