Dhaka ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিংড়ায় সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতা আহত, ৩লাখ টাকা ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
  • ২৫৯ Time View

আশরাফুল ইসলাম সুৃমন সিংড়া,নাটোর:

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক বকুল হোসেন (৩৬) উপর বৃহস্পতিবার সকালে বামিহাল গ্রামের সন্ত্রাসী ফরিদ বাহিনী হামলা চালিয়েছে।

এ সময় তার নিকটে থাকা ৩ লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় বকুল হোসেন গুরুতর আহত হন। আহত বকুলকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আ’লীগ নেতা বকুল হোসেন ওই এলাকার বিভিন্ন হাট বাজার ইজারদার ব্যবসায়ী। ঘটনার সময় বকুল হোসেন হাট ইজারার বকেয়া টাকা পরিশোধ করতে বাড়ী থেকে ৩ লাখ টাকা নিয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উদ্দেশ্য বের হয়। তিনিসহ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হালিম মোহাম্মদ হাসমত, যুবলীগের সভাপতি আলম হোসেন মটর সাইকেল যোগে বামিহাল হাটের প্রবেশ মুখে ব্রিজের কাছে পৌঁছিলে পূর্ব শত্রুতার জের ধরে বামিহাল গ্রামের সন্ত্রাসী ফরিদের নির্দেশে আরিফ, নাজিম, আতিক পরিকল্পিতভাবে দেশিয় ও বিদেশী অস্ত্রে সজ্জিত হয়ে বকুলের উপর সন্ত্রাসী হামলা চালায়।

এসময় তারা বকুলকে বেধরক মারপিট করে এবং বকুলের ডান পায়ে লোহার হাতুরী দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় বকুলকে উদ্ধার করে। পরে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, কথিত এই সন্ত্রাসী ফরিদ বাহিনী এলাকায় বিভিন্ন সময়ে নানাবিধ অপকর্ম পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। এ ব্যাপারে ওই এলাকার ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেও তেমন কোন ফল পায়নি। তারা এতোই শক্তিশালি যে তাদের এ সমস্ত অন্যায় ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে পুর্বেও মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলেও তেমন কোন কাজে আসেনি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এই সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত আইনি শাস্তির দাবি জানান স্থানীয় ভুক্তভোগীরা।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

সিংড়ায় সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতা আহত, ৩লাখ টাকা ছিনতাই

Update Time : ০১:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

আশরাফুল ইসলাম সুৃমন সিংড়া,নাটোর:

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক বকুল হোসেন (৩৬) উপর বৃহস্পতিবার সকালে বামিহাল গ্রামের সন্ত্রাসী ফরিদ বাহিনী হামলা চালিয়েছে।

এ সময় তার নিকটে থাকা ৩ লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় বকুল হোসেন গুরুতর আহত হন। আহত বকুলকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আ’লীগ নেতা বকুল হোসেন ওই এলাকার বিভিন্ন হাট বাজার ইজারদার ব্যবসায়ী। ঘটনার সময় বকুল হোসেন হাট ইজারার বকেয়া টাকা পরিশোধ করতে বাড়ী থেকে ৩ লাখ টাকা নিয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উদ্দেশ্য বের হয়। তিনিসহ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হালিম মোহাম্মদ হাসমত, যুবলীগের সভাপতি আলম হোসেন মটর সাইকেল যোগে বামিহাল হাটের প্রবেশ মুখে ব্রিজের কাছে পৌঁছিলে পূর্ব শত্রুতার জের ধরে বামিহাল গ্রামের সন্ত্রাসী ফরিদের নির্দেশে আরিফ, নাজিম, আতিক পরিকল্পিতভাবে দেশিয় ও বিদেশী অস্ত্রে সজ্জিত হয়ে বকুলের উপর সন্ত্রাসী হামলা চালায়।

এসময় তারা বকুলকে বেধরক মারপিট করে এবং বকুলের ডান পায়ে লোহার হাতুরী দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় বকুলকে উদ্ধার করে। পরে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, কথিত এই সন্ত্রাসী ফরিদ বাহিনী এলাকায় বিভিন্ন সময়ে নানাবিধ অপকর্ম পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। এ ব্যাপারে ওই এলাকার ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেও তেমন কোন ফল পায়নি। তারা এতোই শক্তিশালি যে তাদের এ সমস্ত অন্যায় ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে পুর্বেও মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলেও তেমন কোন কাজে আসেনি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এই সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত আইনি শাস্তির দাবি জানান স্থানীয় ভুক্তভোগীরা।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।