আশরাফুল ইসলাম সুমন, সিংড়া,নাটোর:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট শিশু পূত্র শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

৩১ অক্টোবর শনিবার উপজেলার সুকাশ ইউনিয়নের বনকুড়াইল গ্রামবাসীর উদ্যেগে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড, জুনাইদ আহমেদ পলক এম,পি উক্ত খেলাটি উদ্বোধন করেন সুকাশ ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ বজলুর রশীদ দোলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এড. মোঃ ওহিদুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাজু আহম্মেদ নাজিম, সুকাশ ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মোহাম্মদ হাসমত, সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, ইউনিয়ন যুব লীগের সভাপতি প্রভাষক আলম হোসেন, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের সাবেক ভিপি এড. এস এম মোফাজ্জল হোসেন মোফা, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ছাত্র সংসদের ভিপি সজীব ইসলাম জুয়েল, সুকাশ ইউনিয়ন আ’লীগের সদস্য ও চেয়ারম্যান প্রার্থী মোঃ সুলতান আহমেদ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে