মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের একদল তরুন-প্রবীণ কবি,লেখক ও সাহিত্য প্রেমীদের নিয়ে শব্দদূত সাহিত্য ও সংস্কৃতি পরিষদ নামের সংগঠনের আত্বপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় মহিষমারী উচ্চ বিদ্যালয় হলরুমে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই সাহিত্য সংগঠনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও চয়েন বার্তার সম্পাদক মোল্লা মোঃ এমরান আলী রানা। মহিষমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মকলেছুর রহমানের সভাপতিতে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,আনন্দ টেলিভিশনের সিংড়া উপজেলা প্রতিনিধি প্রভাষক সৌরভ সোহরাব,মহিষমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম,চামারী ইউনিয়ন আ.লীগের সহসভাপতি রবিউল করিম রবি ,প্রকৌশলী সুব্রত কুমার মোহন্ত,মহসিন কবির রোশান,হিলফুলফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদ,কবি মহসিন কবির রোশান সহ অন্যরা।

আলোচনা সভার আগে শব্দদূত সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ মকলেছুর রহমান,সহসভাপতি শাখাওয়াত হোসেন রান্টু,সাধারণ সম্পাদক মহসিন কবির রোশান,সহ সাধারণ সম্পাদক সাহাদুদ হাসান,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান এবং সাহিত্য সম্পাদক সেলিম আহমেদ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন রাজু আহমেদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে