সিংড়া ( নাটোর) প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচপাকিয়া গ্রামে রাতে বাড়িতে ঢুকে হাত পা বেঁধে আড়াই লক্ষ টাকা লুট করার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

এসময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন বাড়ির পুরুষ তিনজন কে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরী আঘাত করে। মারাত্নক আহত মনির কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে মনির ( ১৮), মানিক (১৬)মামুন (২৩)। তিনজনই শাহাদত হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শী জানায়, গভীর রাতে ৭/৮ জনের নেতৃত্বে প্রাচীর টপকে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে। এসময় বাড়ির লোকজনকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে জখম করে আড়াইলক্ষ টাকা লুট করে।

আহত মামুন জানান, আলতাব ও আরিফ কে চিনতে পারি, তাদের বাড়ি এ গ্রামে । আমরা গরীব, জমি কেনার কথা ছিলো,
বিষয়টি তারা জানতো। তাদের নেতৃত্বে হামলা হয়।

ডাহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম জানান, আমি দুরে থাকায় ফোনে বিষয়টি শুনতে পেরে মেম্বার ও দলীয় লোকজনদের ঘটনাস্থলে পাঠাই, এটি দুংখজনক ঘটনা । ক্ষতিগ্রস্তদের আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে