আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:
করোনার দ্বিতীয় ঢেউ এ সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করেছেন নাটোরের সিংড়া পৌর জাতীয়তাবাদী যুবদল। সোমবার লকডাউনের প্রথম দিন সিংড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় এক হাজার মাস্ক বিতরণ করেন যুবদল। মাস্ক বিতরণ উদ্বোধন করেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব আমিনুল হক, পৌর মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব হোসেন, ছাত্রদল নেতা বাদশা আহমেদ প্রমুখ।
পৌর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হক জানান, করোনার সংক্রমণ রোধে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এ কার্যক্রম অব্যাহত থাকবে।