আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থীর নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এড. এস.এম মোফাজ্জল হোসেন মোফার নাম পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক আলম হোসেনের নামে মনোনয়ন প্রদানের দাবি জানান স্হানীয় নেতাকর্মী।

সোমবার উপজেলার সুকাশ ইউনিয়নের কলিয়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন- সুকাশ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে এড. এস.এম মোফাজ্জল হোসেন মোফাকে কখনো দেখা যায়নি। হঠাৎ করে কিভাবে সে নৌকা মার্কার দলীয় মনোনয়ন পায়।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচনী মনোনয়ন বোর্ডের সদস্যদের কাছে
এড. এস.এম মোফাজ্জল হোসেন মোফার নাম পরিবর্তন করে আওয়ামী লীগের দুর্দিনের নেতা সুকাশ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক আলম হোসেনের নামে দলীয় মনোনয়ন প্রদানের জোর দাবি জানান।

স্থানীয় সাধারণ মানুষ অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সুকাশ ইউনিয়নে এড. এস.এম মোফাজ্জল হোসেন মোফা নামে যে ব্যক্তিকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে, তিনি একজন জনবিচ্ছিন্ন ব্যক্তি। এলাকায় তার মোটেও গ্রহণযোগ্যতা নেই। এলাকার উন্নয়নের স্বার্থে ওই প্রার্থীকে পরিবর্তন করে সুকাশ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক আলম হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে