সিংড়া(নাটোর)প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সিংড়া উপজেলা যুবলীগের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সিংড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরানের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা হলরুমে সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় সহস্রাধিক রোগীকে সেবা দেয়া হয়েছে।চিকিৎসা দেন ডাঃ এমসি ইমরান মোর্শেদ,ডাঃ সামিহা সুবাত মাইশা,ডাঃ তারিকুল ইসলাম,ডাঃ মাহফুজুল ইসলাম সহ অভিজ্ঞ ডাক্তার মন্ডলী ।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরুল বলেন বঙ্গবন্ধুর জীবনাদর্শ ছিল সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা বঙ্গবন্ধুকে স্মরণ করার এটাই সর্বোৎকৃষ্ট পদ্ধতি বলে আমি মনে করি। উক্ত মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিপন পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর ইটালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠু যুবনেতা ইনোক, রায়চরন, সবুজ,সহ অনেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে