সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নে বুধবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ ডিজিটাল গেটওয়ে লিমিটেডের পরিচালনায় বাড়ী বাড়ী ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

এসময় রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন,দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্ররিকা সম্পাদক-প্রকাশক ও গেটওয়ে লিমিটেডের পরিচালক আবুল কালাম আজাদ, দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার অনুসন্ধানী রিপোর্টার আশরাফুল ইসলাম সুমন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকুল হোসেন, ইউপি সদস্য মিলন হোসেন সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল বাড়িতে ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট বসানো হবে বলে চেয়ারম্যান জাকির হোসেন জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে