আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:

নাটোরের সিংড়ায় বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে।

সোমবার সকাল ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত মো. রাসেল (২৫) নন্দীগ্রাম উপজেলার দাঁতমানিকা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ী। স্বেচ্ছায় রক্তদানের সংগঠন রনবাঘা ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ছিলেন রাসেল।

জানা যায়, সোমবার সকালে সিংড়া দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় ভাতিজাকে রেখে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে