সিংড়া থেকে শহিদুল ইসলাম সুইট:
নাটোরের সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা ও মোনাজাতে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ,
সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বুলবুল,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন, পৌর ওলামা লীগের সভাপতি মাওলানা ইদ্রীস আলী সুমন।