সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে একক গৃহ প্রদান করেন।
শনিবার গণভবন থেকে সারাদেশে একযোগে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নের ৬০ পরিবার সরকারের এ সুবিধাভোগী। সিংড়া উপজেলার সুবিধাভোগী ৬০ পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন, স্থানীয় সাংসদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী, ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম।