আশরাফুল ইসলাম সুমন, সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়া থেকে বিদ্যুৎ সরকার নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গুনাইখাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত বিদ্যুৎ একই উপজেলার মঠগ্রাম এলাকার নির্মল সরকারের ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হয় বিদ্যুৎ সরকার। কিন্তুু রাতে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুজি করেও তার সন্ধান পায় না। বুধবার সকালে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি শনাক্ত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা বিদ্যুৎকে শ্বাসরোধে হত্যা করে তার ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।