মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোয়াখেরুল ইসলাম লিটন (৪৫) নামে এক ঠিকাদারকে বেধড়ক পিটিয়েছেন শেরকোল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বুলেট আলী ও তার লোকজন।
বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার খরমকুড়ি গ্রামে এ মারধরের ঘটনা ঘটে। আহত লিটন উপজেলার খরমকুড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলামের ছেলে ও নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদার। পরে রাত ১২টায় আহত অবস্থায় ওই ঠিকাদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে থানা পুলিশ।
সূত্রে জানা যায়, ঠিকাদার লিটনের কাছে অবৈধভাবে একটি বাড়ির বৈদ্যুতিক লাইনের কাজ দাবি করেন ইউপি সদস্য বুলেট আলী। ঠিকাদার লিটন সে কাজে অস্বীকৃতি জানালে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর শুরু করেন ইউপি সদস্য ও তার লোকজন। এ ঘটনার ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আহত ঠিকাদারকে হাসপাতালে যেতে দেয়া হয়নি বলে অভিযোগ করে তার পরিবার।
আহত ঠিকাদারের চাচা মহাতাব হোসেন বাবু বলেন, ঘটনার পর থেকেই পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় রয়েছেন। এ বিষয়ে তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত ইউপি সদস্য বুলেট আলী বলেন, গ্রামের লোকজনের সঙ্গে ঠিকাদার লিটনের বিরোধ রয়েছে। এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়েছে।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।