সিংড়া প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রোববার দুপুর ৩টার দিকে উপজেলার সিংড়া-বামিহাল সড়কের বিনগ্রাম কোয়াখাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
এসময় অপর একজন আহত হয়। নিহতরা হলেন সিংড়া উপজেলার পিপুসন গ্রামের দুদু মিয়ার ছেলে সবুজ আলী ও ফরিদপুরের ডাকপুড়া গ্রামের গিয়াস উদ্দিন।
প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়,রোববার দুপুর তিনটার দিকে একটি নতুন ডিসকভার মোটর সাইকেল যোগে তিনজন আরোহী জামতৈল এলাকা থেকে বামিহালের দিকে যাচ্ছিলেন। পথে সিংড়া-বামিহাল সড়কে বিনগ্রাম কোয়াখাস এলকায় একই দিকে যাওয়া একটি ট্রাক পিছন থেকে ওই মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। স্থানীয়রা এসময় আহত অপরজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর-ই-আলম সিদ্দিকী ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।