আশরাফুল ইসলাম সুমন,সিংড়া,নাটোর:

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুইজন গাঁজা ব্যবসায়ী আটক। পরে ভ্রাম্যমাণ আদালতে ফারুক ও জয়নাল নামের দুই গাঁজা ব্যবসায়ীর ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে নাটোর জেল হাজতে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার রাতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু এ রায় দেন। সাজাপ্রাপ্ত ফারুক (৩০) উপজেলার সুকাশ ইউনিয়নের শারুপাড়া গ্রামের মৃত করিমের ছেলে ও জয়নাল (৪৫) চকদূর্গাপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবা জেসমিন রুমার নেতৃত্বে এএসআই আশরাফুজ্জামান সঙ্গী ফোর্সসহ অভিযান চালিয়ে ওই দুই গাঁজা ব্যবসায়ীকে ৪০ গ্রাম ভারতীয় গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।

জানা গেছে, ফারুক ও জয়নাল দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে গাঁজা ও ইয়াবা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দূর্গাপুর বাজারে মিষ্টির দোকান থেকে ওই দুই আসামীকে আটক করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবা জেসমিন রুমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে