সিংড়া থেকে শহিদুল ইসলাম সুইট :
নাটোরের সিংড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ব্যাক্তিদের যারা দাফন / সৎকার কাজে সেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছেন তাদের মাঝে সিংড়ার মোট ৪ টিমকে ৪৮ টি পিপিই সহ আনুষাঙ্গিক সাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,এমপি।
বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবনে দাফন টিমের সদস্যদের সাথে মতবিনিময় শেষে টিমের নেতৃবৃন্দের হাতে এ সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন, করোনাকালীন এ সময় মৃত্যুবরন করলে সামান্য উপসর্গ থাকলেই পাশে থাকছেনা আপনজন। নেগেটিভ পজেটিভ পরের হিসেব। এমন সময় যারা সাহসীকতার সাথে মৃত্যু ব্যাক্তিদের দাফন কাজে এগিয়ে আসছেন তাদের জন্য শুভকামনা রইল।
তিনি আরও বলেন, যারা এ কাজে অংশ নিবেন অবশ্যই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবেন।
সাস্থ্য সুরক্ষা গ্রহন করেন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আঃ রউফ, হিলফুল ফুজুল এর পক্ষে টিম লিডার মোঃ জাকারিয়া মাসুদ ও মাও আতিকুর রহমান সাদী এবং হিলফুল ফুজুল এর কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানা, ইসলামী আন্দোলনের পক্ষে, মাও আব্দুস সালাম ও মাওঃ খলিলুর রহমান এবং ওলামা লীগের পক্ষে মোঃ আব্দুস সাকুর ও ইদ্রিস আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমীন ।