মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় নিজ কন্যা মিরা (৩০) এর লাঠির আঘাতে খুন হয়েছে আব্দুস সাত্তার (৮০) নামে এক ব্যক্তি। সে হাতিয়ান্দহ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
সোমবার দুপুর ১২ টার দিকে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচলকোট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের কন্যাকে আটক করেছে।
পারিবারিক সুত্র জানায়, সোমবার ১২ টার সময় নিজ বাড়িতে বাবা ও মেয়ের মধ্য কথা কাটাকাটি হয়। এসময় জমি লিখে দেবার জন্য মেয়ে চাপ দেয় এক পর্যায় মেয়েটি ডাব গাছের ডাল দিয়ে ঘাড়ে সজারো আঘাত করলে মাটিতে লুটে পড়ে আব্দুস সাত্তার। সেখানেই তাঁর মুত্যু ঘটে।
স্থানীয়রা জানায়, মেয়েটি স্বামী তালাক হবার পর বাড়িতে থাকতো, ইতোমধ্য একটি ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে, এ নিয়ে বিরোধ চলছিলো।
হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম জানান, খুব দুংখজনক ঘটনা, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে।
সিংড়া থানার ওসি নুরে আলম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ কন্যা মীরাকে আটক করেছে। এ বিষয়ে থানায় মামলা এখনো হয়নি।