নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামের মৃত খোকার ছেলে একাধিক মামলার আসামি সুকাশ ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম ফরিদকে গতকাল সোমবার বিকালে সিংড়া থানার ওসির নির্দেশে চৌকস পুলিশ অফিসার এসআই মোজাম্মেল ও এএসআই সানোয়ারসহ সঙ্গী ফোর্স নিয়ে তাকে আটক করেছে। সে এলাকায় সন্ত্রাসী ডাকাতি, চাঁদাবাজি, পুলিশ ফাঁড়ি লুট, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলো।
এসআই মোজাম্মেল হক জানান ফরিদুল ইসলামের নামে ২০১৪ সালের বগুড়া দুপচাঁচিয়া থানায় জিআর মামলা নং ১১১ মামলায় গ্রেফতারী ওয়ারেন্ট ছিলো সে অনেক দিন ধরে পালিয়ে ছিলো গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।