সিংড়া থেকে শহিদুল ইসলাম সুইট:
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ্জাহান আলীর আত্মার মাগফিরাত কামনায় সিংড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সিংড়া বাজার কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর।
মোনাজাতে অংশ নেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, মরহুম শাহজাহান আলীর পুত্র শাহনেওয়াজ বাবু, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।