সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচুলকোট গ্রামে গত ৩ মার্চ ২০২১ তারিখে বৈদ্যুতিক র্শট সার্কিটের সুত্রপাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারের মাঝে নগদ ৬ হাজার টাকার চেক ও ২ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় আচকোট গ্রামের ক্ষতিগ্রস্থ মৃত জানিবের স্ত্রী সাজেদা বিবি এবং তাঁর ছেলে বেলাল ও শফিকুল ইসলামের হাতে এই নগদ টাকার চেক ও ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সামিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী,উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিসার মোঃ আলামিন সরকার,হাতিয়ান্দ ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুস্তাকুর রহমান চঞ্চল প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে