সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচুলকোট গ্রামে গত ৩ মার্চ ২০২১ তারিখে বৈদ্যুতিক র্শট সার্কিটের সুত্রপাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারের মাঝে নগদ ৬ হাজার টাকার চেক ও ২ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় আচকোট গ্রামের ক্ষতিগ্রস্থ মৃত জানিবের স্ত্রী সাজেদা বিবি এবং তাঁর ছেলে বেলাল ও শফিকুল ইসলামের হাতে এই নগদ টাকার চেক ও ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সামিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী,উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিসার মোঃ আলামিন সরকার,হাতিয়ান্দ ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুস্তাকুর রহমান চঞ্চল প্রমুখ।