খলিল মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত নাতিকে দেখতে এসে দাদী মৃত্যুবরণ করেন।
আজ বুধবার বেলা আনুমানিক ১১টায় দিকে বড় চৌগ্রামের বাসিন্দা মোঃ শাহাদত হোসেনের স্ত্রী মুরহুমা মখলেছা বেগম (৬৮) সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত তার নাতিকে দেখতে আসেন। নাতি সোহাগ অ্যাপেন্ডিসাইটিস এর রুগি সেই মুহুর্তে অপারেশন থিয়েটারে অপারেশন চলছিল। যার দরুণ নাতিকে দেখতে না পেয়ে দাদী চিন্তিত ছিলেন, এবং কিছুক্ষণ পরেই অসুস্থবোধ করেন, এক পর্যায়ে ছেলের বউকে বলেন, আমার শরীর ভীষণ খারাপ করছে, এবং বমি বমি ভাব লাগছে, ছেলের বউ দ্রুত তাকে বাথরুমে নিয়ে যায়, সেখানে সামান্য বমি করেন বলে জানা যায়। তার পরে শরীরের অবস্থা বেগতিক দেখে ছেলে ও ছেলের বউ মিলে দ্রুত নিচে ইমার্জেন্সিতে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত ডাক্তার রোগীর পাল্স দেখেন এবং তাকে মৃত ঘোষণা করেন।
রোগীর আকস্মিক মৃত্যুর কারণ জানতে চাইলে দায়িত্বরত ডাক্তার আব্দুস সবুর সাহেব বলেন ইমার্জেন্সিতে আসার পূর্বেই রোগীর মৃত্যু হয়।