সিংড়া থেকে আশরাফুল ইসলাম সুমন:
নাটোরের সিংড়ার জামতলী, বামিহাল, দূর্গাপুরে খাল দখল করে প্রকাশ্যে এলাকার কিছু অসাধু লোক পানির প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ সৌঁতিজাল দিয়ে অবাধে মাছ শিকার করছে বলে অভিযোগ উঠেছে। এসব সৌঁতিজালের ফাঁদ থেকে বাদ পড়ছে না ছোট বড় কোনো মাছই।
স্থানীয়দের অভিযোগ, জামতলী থেকে রানীরহাট একমাত্র খাল পানি প্রবাহের অথচ বিনগ্রাম, দূর্গাপুরে কয়েকটি ব্রিজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বাঁশের বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে মাছ ধরছেন । এতে এই এলাকার হাজার হাজার হেক্টর আবাদী কৃষি জমির ফসল নষ্ট হবার আশঙ্কা করছে এলাকাবাসি।
সৌঁতিজাল দিয়ে মৎস্য সম্পদ নিধনের নিষেধাজ্ঞা আইন থাকলেও যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় কিছু অর্থলোভী অসাধু মৎস্য শিকারিদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে মাছের বংশবিস্তার।