মহীতোষ গায়েন,মফস্বল সম্পাদক,পশ্চিমবঙ্গ :

“অপরাজিত পত্রিকা”-র সম্পাদক এবং সাহিত্যিক সন্দীপ দাসকে স্মরণ করে প্রকাশ করা হল বিশ্বদীপ মুখার্জী’-র সম্পাদনায় “ময়ূরাক্ষী শুধুসাহিত্য” ওয়েবজিনের দ্বাদশ ও বিশেষ সংখ্যা।

সাহিত্যিক হেমন্ত সরখেল, মহীতোষ গায়েন, অধ্যাপক সৌম‍্য ঘোষ, সুদীপ্ত ভট্টাচার্য এবং আরো অন্যান্য সাহিত্যিকরা এই সংখ্যায় নিজের কলম ধরে সন্দীপ দাস’এর সাথে নিজের স্মৃতিকে টাটকা করে সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বিশ্বদীপ মুখার্জী’র সম্পাদকীয়র পর পত্রিকা শুরু হয় সন্দীপ দাস’এর এক কবিতা দিয়ে। কবিতাটি সন্দীপ দাস’এর লেখা “চন্দননগরের সেই মেয়েটি” গল্প থেকে নেওয়া। পত্রিকার মাধ্যমে সম্পাদক বিশ্বদীপ মুখার্জী সন্দীপ দাস’কে যেভাবে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। “ময়ূরাক্ষী” ওয়েবজিনের এই স্মরণ সংখ্যাটি অত্যন্ত সাহিত‍্য সমৃদ্ধ ও পাঠকদের সংগ্রহযোগ্য সংকলন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে