বিগ বস ১৪-র ঘরে হাজির হচ্ছেন রিয়া চক্রবর্তী! বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শুরু হয়েছে। রিয়া চক্রবর্তী এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও, ফের শোরগোল শুরু হয়েছে গ্র্যান্ড রিয়্যালিটি শোয়ে অভিনেত্রীর হাজিরা নিয়ে।

টেলিভিশন অভিনেতা সূরজ কক্কর সম্প্রতি মুখ খোলেন বসের ঘরে রিয়া চক্রবর্তীর হাজিরা নিয়ে। সূরজ বলেন, বিগ বস ১৪-র ঘরে রিয়া যদি হাজির হন, তাহলে অনেক ধ্বন্দ কেটে যাবে মানুষের। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কী হয়েছিল, সে বিষয়ে মানুষ স্পষ্ট ধারণা পাবেন। পাশাপাশি রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্ক কেমন ছিল, সে বিষয়েও অনেক কিছু জানা যাবে বলে মন্তব্য করেন সূরজ।

বিগ বসের নির্মাতারা যদি রিয়াকে শোয়ে আনেন এবং সেখানকার প্রতিযোগীরা যদি রাজি হন, তাহলে অনেক সত্যের খোলসা করা যাবে বলেও মনে করেন সূরজ কক্কর।

সূরজের কথায়, বিগ বসের ঘরে ২৪ ঘণ্টাই ক্যামেরার সামনে থাকতে হয়। সেখানে মিথ্যে বলার কোনও অবসর থাকে না। রিয়াকে যদি বসের ঘরে আনা হয়, তাহলে সুশান্ত সম্পর্কে অনেক সত্যি সামনে আসবে বলেও মনে করেন সূরজ কক্কর।

প্রসঙ্গত বর্তমানে জামিনে মুক্ত রিয়া চক্রবর্তী। প্রায় ২৮ দিন জেলে থাকার পর মাদক মামলায় অবশেষে জামিন পান রিয়া। প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী জামিন পেলেও, এখনও জেলে রয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে